‘নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ আছে’
১৮ মার্চ ২০২০ ১৩:৪৯ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ১৪:৫০
ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনাভাইরাস এবং আসন্ন রমজান মাসকে সামনে রেখে সরকারের কাছে নিত্য প্রায়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ আছে। এজন্য আতঙ্কিত এবং অস্থির হওয়া যাবে না।
বুধবার (১৮ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে টিসিবি সাবসিডি দিয়ে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করবে।’ ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করবেন না।’
টিপু মুনশি বলেন, ‘স্কুল-কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর পরই সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে পণ্য ক্রয়ে। তারা মনে করছে, নিত্যপণ্যের সংকট সৃষ্টি হবে। সাপ্লাই থাকবে না। এই সুযোগগুলো নিচ্ছে খুচরা ব্যবসায়ীরা। কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। এমনকি আছে সরবরাহও।’
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, এ বছর ৩ কোটি ৮৭ লাখ মেট্রিক টন চালের লক্ষ্যামাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল ৩ কোটি ৭৪ লাখ মেট্রিক টন। বর্তমানে সরকারিভাবে ১৪ দশমিক ৩৬ লাখ মেট্রিকটন চাল মজুদ রয়েছে। সরকারি পর্যায়ে গমের মজুদের পরিমাণ ৩ দশিমক ২৬ লাখ মেট্রিক টন। ভোজ্য তেলের ১৮ দশমিক ২৬ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতেএ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে ১৬ দশমিক ৮৪ লাখ মেট্রিক টন। গত অর্থবছরে আমদানির পরিমাণ ছিল ১৫ দশমিক ৩০ লাখ মেট্রিক টন।