‘করোনায় কোর্ট বন্ধ বিষয়ে জজরা মিলে সিদ্ধান্ত নেব’
১৮ মার্চ ২০২০ ১২:৩৪ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ১৩:৫৫
ঢাকা: করোনা ভাইরাস মোকাবিলায় আদালত বন্ধের বিষয়ে সকল বিচারপতিদের নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বুধবার (১৮ মার্চ) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মুজিবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনে আমরা বিস্তারিত পদক্ষেপ নিয়েছি। নিম্ন আদালত থেকে সুপ্রিমকোর্ট, সব আদালতে জন্মশতবার্ষিকী বছরব্যাপী পালন হবে।’
তিনি বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে আমরা সচেতন। আমরা জজরা বসে সিদ্ধান্ত নেব যে, এটা নিয়ে কি করা যায়। এখন কোর্ট বন্ধ আছে (২৫ মার্চ পর্যন্ত সুপ্রিমকোর্ট ছুটি)। কোর্ট খোলার আগে আমরা একবার সবাই বসব। বিচারপ্রার্থী যারা আছেন তাদেরও যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কোর্ট খোলার আগেই আমরা সিদ্ধান্ত নেব। তখন আপনাদের সেটি জানাব।’
নিম্ন আদালতে জনসমাগম বেশি হয় সে ক্ষেত্রে নিম্ন আদালতের ব্যাপারেও কী সিদ্ধান্ত নেবেন?- জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘নিম্ন আদালত যেহেতু হাইকোর্টের অধিনে সুতরাং সব ব্যাপারেই আমরা সিদ্ধান্ত নেব। কারণ লাখ লাখ বিচারপ্রার্থী রয়েছে, তাদের কথাও আমাদের মাথায় রাখতে হবে। সম্পূর্ণভাবে যদি কোর্ট বন্ধ হয়ে যায়, তাহলে মানুষের ভোগান্তি বেড়ে যাবে। কারণ অনেকেই জরুরি বিষয় নিয়ে কোর্টে আসে।
এর আগে প্রধান বিচারপতি মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন। প্রথমেই প্রধান বিচারপতি ‘কুরচি নামে একটি বৃক্ষ রোপন করেন। এরপর আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী ‘কাঞ্চণ’ বৃক্ষ রোপন করেন। বকুল রোপন করেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, পলাশ রোপন করেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, শিমুল রোপন করে বিচারপতি আবু বকর সিদ্দিকী, আর শিউলি রোপন করেন আপিল বিভাগের বিচারপতি মো.নুরুজ্জামান। এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও উপস্থিত ছিলেন।