Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা নিয়ে গুজব ছড়িয়ে গ্রেফতার


১৮ মার্চ ২০২০ ০৩:৩৯ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ০৮:৫৫

চট্টগ্রাম ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণের মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে ভিডিওবার্তা আপলোড করে ধরা পড়েছে এক ব্যক্তি। র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) তাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানার এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক মো. মাশকুর রহমান জানান, কামরুল হাসান রুমি করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করেন।  সম্প্রতি নগরীর একটি স্বনামধন্য স্কুলের চার ছাত্র করোনায় আক্রান্ত হয়েছে বলে গুজব ছড়িয়ে দিলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিষয়টি র‌্যাবের নজরে আসার পর তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামরুল হাসান রুমি (৩৯) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাজনহাট এলাকার আবুল বশরের ছেলে। তার বাসা নহরীর হালিশহর জি ব্লক এলাকায়। কামরুল পেশায় একজন ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব।

করোনাভাইরাস গুজব গ্রেফতার র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর