শেখ হাসিনার কণ্ঠে শেখ রেহানার কবিতা ‘বাবা’
১৭ মার্চ ২০২০ ২২:১৫ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ১০:১১
ঢাকা: পিতাকে হারানোর বেদনা বুকে। সেই বেদনা বুকে চেপে রেখেই বাবার জন্মশতবার্ষিকীতে কবিতা লিখেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। আর তার লেখা ‘বাবা’ শিরোনামের সেই কবিতাটি পাঠ করেছেন বঙ্গবন্ধুর আরেক কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পিতাকে নিয়ে দুই বোনের এমন আবেগমাখা যুগলবন্দি ফুটে উঠলো জাতির পিতার জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’-এ। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সে অনুষ্ঠান সম্প্রচারিত হয় টেলিভিশন চ্যানেলগুলোতে। কবিতাটি সারাবাংলার পাঠকদের জন্য তুলে ধরা হলো—
বাবা
শেখ রেহানা
জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে
শুভেচ্ছা জানানো ছিল
আমার সবচেয়ে আনন্দ।
আর কখনও পাবো না এই সুখ
আর কখনও বলতে পারবো না
শুভ শুভ জন্মদিন।
কেন এমন হলো?
কে দেবে আমার প্রশ্নের উত্তর?
কোথায় পাবো তোমায়…
যদি সন্ধ্যাতারাদের মাঝে থাকো
আকাশের দিকে তাকিয়ে বলবো
শুভ জন্মদিন।
তুমি কি মিটি মিটি জ্বলবে?
সমুদ্রের গর্জনে শুনবো কি
তোমার বজ্রকণ্ঠ?
পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ
নীল আকাশে লুকোচুরি খেলে
তুমি কি ওখানে?
তাকিয়ে বলবো
শুভ জন্মদিন।
এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে,
ওখানে কি তুমি?
আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়
তোমাকে খুঁজবো, ডাকবো, বাবা…
যে প্রতিধ্বনি হবে
ওখানে কি তুমি?
শুভ জন্মদিন।
মুজিববর্ষ মুজিববর্ষে শেখ রেহানার কবিতা শেখ রেহানার কবিতা শেখ হাসিনার আবৃত্তি