করোনা আতঙ্কে অতিরিক্ত পণ্য না কেনার আহবান বাণিজ্যমন্ত্রীর
১৭ মার্চ ২০২০ ২১:১৭ | আপডেট: ১৭ মার্চ ২০২০ ২১:২০
ঢাকা: করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে মজুদ না করার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘দেশে সকল প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে।’
মঙ্গলবার (১৭ মার্চ) বাণিজ্যমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্কতা মো. আব্দুল লতিফ বকসীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। মূল্যও স্বাভাবিক রয়েছে। করোনাভাইরাসের কারণে আতংকিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনার প্রয়োজন নেই।