Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনানো হলো আজহারকে


১৭ মার্চ ২০২০ ১৯:৫০

গাজীপুর: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাকে রায় পড়ে শোনানো হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার রায় পড়ে শোনানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) গভীর রাতে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশের কপি কারাগারে পৌঁছায়। পরে মঙ্গলবার সকালে কারাগারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে রায়ের কপি পড়ে শোনান।

এ সময় আজহারুল ইসলাম এ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করবেন বলে জানায় কারা কর্তৃপক্ষকে ।

এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দণ্ড পাওয়া এ টি এম আজহারুল ইসলাম আগামী এক সপ্তাহের মধ্যে রিভিউ পিটিশন জমা দিতে পারবেন।

আজহারুল এ টি এম কার্যকর মৃত্যুদণ্ড রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর