Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন পেছানোর প্রয়োজন নেই: রবি


১৭ মার্চ ২০২০ ১৭:৩১

ঢাকা: করোনাভাইরাস নিয়ে চলমান পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা-১০ উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আলম রবি বলেছেন, নির্বাচন পেছানো বা স্থগিত করার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।

তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণকে সচেতন করছে। আমিও প্রার্থী হিসেবে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। করোনা পরিস্থিতি বর্তমানে যে পরিস্থিতিতে আছে, তাতে নির্বাচন পেছানো বা স্থগিত করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) ধানমন্ডির কেয়ারি প্লাজার সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সৈকত, ধানমন্ডি থানা শ্রমিকদলের সভাপতি আবু কায়সার, তাঁতী দলের যুগ্ন আহবায়ক ড. মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রবিউল আলম রবি বলেন, ‘ইসি যদি নির্বাচন স্থগিত করে তাহলে জনগণ আহত হবে। নির্বাচনের তিন দিন বাকি। এর মধ্যে যদি করোনায় জনজীবন ঝুঁকিতে চলে যায়, তখন সে পর্যায়ে দেখা যেতে পারে। স্কুল-কলেজের ব্যাপার আর নির্বাচনের নির্দিষ্ট তারিখ ভিন্ন রয়েছে। ১০-১৫ দিন শিক্ষার্থীরা স্কুলে না গেলে সমস্যা হবে না। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তিন মাসের মধ্যে নির্বাচন করে শপথ নিতে হবে।’

নির্বাচন নিয়ে আপনার কোনো শঙ্কা আছে কি-না?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুরো ভোটব্যবস্থার ওপর আমার আশঙ্কা আছে। সুষ্ঠু ভোট নিয়ে জনগণের আশঙ্কা রয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপিরও আছে। আমরা বারবার বলে আসছি, এই সরকার ও ইসির অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না হবে না। এখন মানুষ সেটা দেখছে। মানুষের কাছে আজ প্রমাণিত।’

বিজ্ঞাপন

মানুষ ভোর্ট বিমুখ হয়েছে উল্লেখ করে রবি বলেন, ‘নির্বাচনের প্রতি জনগণের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। দল হিসেবে আমাদেরও অনাস্থা রয়েছে। তবে আমরা আশার সঞ্চার করতে চাই। ভোট ব্যবস্থা বিলুপ্ত করে কোনো জাতি ভালো থাকেনি। গণতন্ত্র ধ্বংস করে কোনো দেশের উন্নয়ন হয়নি। একদলীয় শাসনব্যবস্থা জনগণের কল্যাণ হতে পারে না। আমরা মনে করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। ইসি সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’

‘ঢাকা-১০ উপনির্বাচনে থেকেই সূচনা হতে পারে সেটি। আর সেটা যদি সত্য হয়, তহলে বিগত দিন সরকার যা করেছে, মানুষ তা ক্ষমা করে দেবে। আমার দল বিএনপিও ক্ষমা করে দিতে পারে। আমিও প্রার্থী হিসেব স্বাগত জানাতে পারি। সেটি যদি না হয়, সরকার ঘৃণিত হবে, জনরোষের শিকার হবে’— বলেন রবিউল আলম রবি।

করোনাভাইরাস ঢাকা-১০ উপনির্বাচন পেছানো

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর