মালয়েশিয়ায় বিমানের সব ফ্লাইট বন্ধ
১৭ মার্চ ২০২০ ১৫:৫৮ | আপডেট: ১৭ মার্চ ২০২০ ১৬:০২
ঢাকা: সৌদি আরব, কাতার, ভারত ও ওমানের পর এবার মালয়েশিয়ায় বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। দেশটিতে বিমানের শেষ ফ্লাইটের সময়ও তিন ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। ফ্লাইটটি আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সোয়া ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাচ্ছে। এরপর আগামী ৩১ মার্চ পর্যন্ত বিমানের আর কোনো ফ্লাইট যাবে না মালয়েশিয়ায়।
মঙ্গলবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাহেরা খন্দকার জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুরে পরিচালিত বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট আজ মঙ্গলবার থেকেই বন্ধ হচ্ছে। একইসঙ্গে দেশটিতে বিমানের মঙ্গলবারের শেষ ফ্লাইটের সময়সূচি ৩ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৪টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে কুয়ালালামপুরের পথে ছেড়ে যাবে।
তাহেরা আরও জানান, করোনাভাইরাসের কারণে মালয়েশিয়াকে লকডাউন ঘোষণা করেছে। সে কারণে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ বিমানের মালয়েশিয়াগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট যাবে না।