Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন নিয়ে সিদ্ধান্ত দুয়েকদিনের মধ্যে: সিইসি


১৭ মার্চ ২০২০ ১৬:০১ | আপডেট: ১৭ মার্চ ২০২০ ১৬:০৫

ঢাকা: করোনাভাইরাস নিয়ে সার্বিক পরিস্থিতি আরও দুয়েকদিন পর্যবেক্ষণ করে ঢাকা-১০ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সিইসি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং ঢাকা-১০ আসনে উপনির্বাচন হবে কি হবে না, সেই সিদ্ধান্ত আগামী দুয়েকদিনের মধ্যে নেওয়া হবে।’ করোনা পরিস্থিতি উন্নতি না হলে মার্চের পর আর কোনো নির্বাচন করা হবে না বলেও জানান তিনি।

আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও অগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে এবং ভারতেও সব নির্বাচন বাতিল করা হয়েছে, এ অবস্থায় দেশের নির্বাচন বন্ধ হবে কি না? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এখন পর্যন্ত আমরা নির্বাচন বন্ধ করার কোনো সিদ্ধান্ত নিইনি। আরও দুয়েকদিন দেখি। কারণ, নির্বাচনের প্রস্তুতি শেষের দিকে। এছাড়াও প্রার্থীরা বলেছেন, তারা সাবধানে নির্বাচনি প্রচারণা চালাবেন। কিন্তু নির্বাচন যেন বন্ধ না হয়ে যায়। নির্বাচন বন্ধ না করতে প্রার্থীদেরও অনুরোধ আছে।’

সিইসি বলেন, প্রার্থীরা যদি জনসমাগমের বিষয়টা এড়িয়ে চলে এবং বিকল্পভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চায় তাহলে কোনো অসুবিধা নাই। কারণ আমাদের তো সব কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে না। করোনার কারণে কোথাও কোথাও সীমিত হয়েছে। সীমিত আকারেই করব।’

বিজ্ঞাপন

নূরুল হুদা বলেন, ‘ঢাকা-১০ আসনে ২১ তারিখে নির্বাচন করার চিন্তা এখনও রয়েছে। যদি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অবশ্যই আমরা বিবেচনা করবো। কিন্তু এখন পর্যন্ত আমরা চাচ্ছি, নির্বাচনটা হয়ে যাক।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও বিবেচনা করা হয় নাই। এটা নিয়েও আমরা চিন্তা করব। পরিস্থিতি আরেকটু দেখি।’

পশ্চিমবঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনা কতখানি আক্রান্ত করবে, সেটা আমরা বিশ্লেষণ করতে চাচ্ছি। আমি তো চলাচল করি, হাটে যাই, বাজারে যাই, নামাজে যাই, অফিসে যাই– এগুলো তো বন্ধ হয় নাই। তবুও আমরা আরও দুয়েকটা দিন দেখব। তখন সবগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এর আগে সকাল ১১ টায় নির্বাচন ভবনে অল্প সংখ্যক কর্মকর্তাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কাটেন প্রধান নির্বাচন কমিশন (ইসি)। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব মো. আলমগীর, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামসহ যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেক কাটার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে দুর্যোগপূর্ণ অবস্থার কারণে সকলে মিলে সমবেত হতে পারিনি। আমাদের পরিকল্পনা ছিল যে, সব কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেক কাটব, আলোচনা সভায় মিলিতি হব, মিলাত মাহফিল করব। এগুলো সবই পরিবেশ-পরিস্থিতির কারণে বাতিল করতে হয়েছে।’

বিজ্ঞাপন

করোনাভাইরাস টপ নিউজ দুয়েকদিন নির্বাচন সিদ্ধান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর