Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংবিধানে জাতির পিতাকে স্বীকৃতি দিতে চেয়েছিলেন এরশাদ’


১৭ মার্চ ২০২০ ১৫:৪৮ | আপডেট: ১৭ মার্চ ২০২০ ১৭:০৯

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় বঙ্গবন্ধুকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। বিভিন্ন সময়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সংবিধানে স্বীকৃতিও দিতে চেয়েছিলেন, কিন্তু কোনো কারণে তিনি সেটি করতে পারেননি।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রথম কোনো রাষ্ট্রপতি হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি সব সময়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে অত্যান্ত শ্রদ্ধা করেছেন।’

বিজ্ঞাপন

প্রতিটি জাতির জীবনে একজন ব্যক্তিত্ব থাকেন যার ব্যক্তিত্ব এবং কর্মময় জীবন জাতির সামনে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেমন একজন আদর্শ পুরুষ। তাঁর জীবন নিয়ে চর্চা করলেই জাতি বিপদে-আপদে এবং বিভিন্ন পরিবেশে এগিয়ে যেতে নির্দেশনা পাবে।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ হবে এতে জাতি দিক নির্দেশনা পাবে। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনায় আগামি প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে অনুপ্রেরণা লাভ করবে। ভবিষ্যতে বঙ্গবন্ধুকে আমরা আদর্শ মেনে সামনে এগিয়ে যাবো।’

এর আগে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। এসময় জাতির পিতা বঙ্গবন্ধুর মাগফিরাত এবং দেশের শান্তি-সম্বৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, সৈয়দ আব্দুল মান্নান, এস.এম. ফয়সল চিশতীসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।

এরশাদ জাতির পিতা সংবিধান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর