করোনাভাইরাস: বন্ধ হলো তাজমহল
১৭ মার্চ ২০২০ ১৫:০৯
ঢাকা: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার রোধে পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম তাজমহল বন্ধ করে দিয়েছে ভারত সরকার। দেশটির পর্যটনমন্ত্রী প্রাহ্লাদ সিং প্যাটেল মঙ্গলবার (১৭ মার্চ) নিজের টুইটার অ্যাকাউন্টে তাজমহল বন্ধ রাখার ঘোষণা দেন।
টুইটারে তিনি লিখেছেন, ‘টিকেট করে প্রবেশ করতে হয় এমন সব ধরনের স্মৃতিস্তম্ভ ও অন্যান্য সব জাদুঘর ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’ খবর: সিএনএন।
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রেমের স্মৃতিস্তম্ভ’ তাজমহল দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক জড়ো হন, তাই এটি ‘বন্ধ করা জরুরি হয়ে পড়েছিল’।
তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মুমতাজ নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন।
তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন— যার নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যশিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। ১৯৮৩ সালে এটিকে ‘বিশ্বঐতিহ্য’ হিসেবে তালিকাভুক্ত করে ইউনেস্কো। তখন একে বলা হয়েছিল ‘বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠকর্ম। বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল।
এই সমাধিটি দেখতে প্রতিদিন গড়ে ৭০ হাজারের মতো পর্যটক আসেন। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১৮ সালে প্রায় ৬৫ লাখ লোক তাজমহল দেখতে গিয়েছিলেন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এরইমধ্যে আক্রান্ত হয়েছে ভারত। এনডিটিভির দেওয়া তথ্যমতে সেখানে এখন আক্রান্তের সংখ্যা ১২৫ জনে দাঁড়িয়েছে। ভাইরাসটির সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত মারা গেছে তিন জন।
মঙ্গলবার (১৭ মার্চ) মহারাষ্ট্রের মুম্বাই শহরের একটি হাসপাতালে ৬৪ বছর বয়সী এক নারীর মৃত্যুর খবর জানিয়েছে ভারতের গণমাধ্যম। এর আগে গত সপ্তাহে দিল্লিতে ৬৮ বছর বয়সী একজন নারী ও কর্নাটকে ৭৬ বছর বয়সী আরেক নারীর মৃত্যু হয়।
এ পরিস্থিতিতে ভাইরাসটির ছড়িয়ে পড়া রোধে তাজমহলসহ দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ, জাদুঘর, প্রাচীন দুর্গ, ঐতিহ্যবাহী ভবনও বন্ধ করে দেওয়া হয়েছে। ৩১ মার্চের পর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী প্রাহ্লাদ প্যাটেল।