Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল বিমানবন্দর থেকে ২ যাত্রীকে পুশব্যাক


১৭ মার্চ ২০২০ ১৫:০১

ফাইল ছবি: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা: বাংলাদেশের ভিসা না থাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই যাত্রীকে পুশব্যাক করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।

তিনি জানান, ফেরত পাঠানোদের একজন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যজন আইভরি কোস্টের নাগরিক। আগামী ৩১ মার্চ পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে। এই দুই নাগরিক মঙ্গলবার বাংলাদেশে এলেও তাদের কাছে বাংলাদেশের কোনো ভিসা ছিল না। তাই তারা যে বিমানে এসেছে সেই বিমানেই তাদের ফেরত পাঠানো হয়েছে।

এর আগে, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

টপ নিউজ পুশব্যাক ভিসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর