Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যান্ডশেক এড়িয়ে প্রচারণা চালাতে শাহাদতের ওয়েবসাইট


১৭ মার্চ ২০২০ ১৪:৩০ | আপডেট: ১৭ মার্চ ২০২০ ১৬:০২

চট্টগ্রাম ব্যুরো: অন্তর্জালে প্রচারণা জোরদার করতে ওয়েবসাইট খুলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় কোলাকুলি-হ্যান্ডশেক এড়িয়ে অনলাইনে প্রচারণা বাড়াতে এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে ওয়েবসাইটটি (https://drshadat.com/) উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপির রাজনীতি জনগণের ওপর নির্ভরশীল। জনগণের ওপর আস্থা রেখেই বিএনপির রাজনীতি। জনগণের সঙ্গে সম্পর্কের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এখন ওয়েবসাইট। আধুনিক যুগে জনগণের সঙ্গে যোগাযোগের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, বিশেষ করে যুব সমাজের কাজে পৌঁছানোর জন্য। এটা অলটারনেটিভ মিডিয়া। জনগণের সঙ্গে সংযোগ রাখার জন্য, সংলাপের জন্য ওয়েবসাইট। জনগণের কথা শোনা এবং আমাদের কথা বলার একটা ভালো মাধ্যম এটি। এতে আমাদের চিন্তায় যদি ঘাটতি থাকে তা পূরণে সক্ষম হব।’

মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের প্রচারণা ও কার্যক্রমকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে এই ওয়েবপেইজ। করোনাকে এরই মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মহামারি ঘোষণা করেছে। বাংলাদেশেও করোনা আক্রান্ত ১০ রোগী শনাক্ত হয়েছে। গতকাল সিভিল সার্জনও বলেছেন ঝুঁকির বিষয়ে। সব মিলিয়ে প্রচারণটা অন্যভাবে আমরা করতে চাই। কোলাকুলি, হ্যান্ডশেক এগুলো এভয়েড করার জন্যই সোশ্যাল মিডিয়াকে অ্যাক্টিম করছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রচারণাটা চট্টগ্রাম নয় শুধু, সারাদেশের মানুষের কাছে চলে যাবে। আমরা সবসময় আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে যেতে চাই।’

বিজ্ঞাপন

শাহাদাত আরও বলেন, ‘২৯ মার্চের যে নির্বাচন হবে, সেখানে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে চট্টগ্রামবাসী ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়ী করবে। নগরবাসী ভোটের অপেক্ষায় আছে। ভোট বিপ্লব হবে। বারবার বলেছি, ২৬ মার্চ থেকে টানা ছুটির কারণে কেউ বাড়িঘরে বা বেড়াতে চলে গেলে তারা আর ভোট দিতে আসতে উৎসাহী হবে না। সেজন্য ২৯ মার্চের পরিবর্তে ৩১ মার্চ ভোটগ্রহণের জন্য বলেছিলাম। তার মানে করোনাভাইরাসের কারণে নির্বাচন পেছাতে হবে এমনটা না।’

‘সর্দি কাশি জ্বর হলেই যে করোনা ভাইরাস হয়ে যাবে, এরকম ভেবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সতর্কতা অবলম্বন করতে হবে। পানি বেশি খেতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে।’- বলেন শাহাদাত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. সুকুমার বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান এবং নগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।

ওয়েবসাইট চসিক নির্বাচন প্রচারণা হ্যান্ডশেক