Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার স্থপতির জন্মশতবর্ষে শ্রদ্ধাবনত চট্টগ্রাম


১৭ মার্চ ২০২০ ১৪:১৩

চট্টগ্রাম ব্যুরো: তর্জনী উঁচিয়ে যে নেতার উদাত্ত আহ্বানে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল একটি মুক্ত, স্বাধীন স্বদেশ পাওয়ার সংগ্রামে, যার জীবনের প্রায় পুরোটাই কেটেছে মানুষের মুক্তির সংগ্রামে, জন্মের শতবর্ষে তাঁকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে চট্টগ্রামবাসী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শতবছরকে সরকার মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। রাজনৈতিকভাবে কিছু ভিন্ন মতাবলম্বী ছাড়া পুরো চট্টগ্রামই যেন মুজিববর্ষের উৎসবে মেতেছে।

বিজ্ঞাপন

তবে করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় গণজমায়েত সেভাবে হচ্ছে না। এরপরও রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে চলছে নানা আয়োজন। শহরজুড়ে পাড়ায়-পাড়ায় চলছে স্বাধীনতার মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন।

মঙ্গলবার (১৭ মার্চ) সূর্যোদয়ের পর জেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামে মুজিববর্ষের কর্মসূচি। এরপর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার মো. গোলাম ফারুক, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন ও মোজাফফর আহমেদ সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জেলা প্রশাসনের কর্মসূচিতে মুজিব কোট পরে ১০০ শিশু শিক্ষার্থী অংশ নেয়।

সকালে নগরীর আন্দরকিল্লায় নগর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় কাউন্সিলর এইচ এম সোহেল আহমদ, আবদুল কাদের, মোহাম্মদ তারেক সোলেয়মান সেলিম, মোরশেদ আলম চৌধুরী, এ এফ কবির আহমদ মানিক, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহাসহ কর্মকর্তারা ছিলেন। এর পর এতিম শিশুদের নিয়ে কেক কাটেন মেয়র। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা সারাবাংলাকে বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে আমাদের আরও বড় পরিকল্পনা ছিল। এম এ আজিজ স্টেডিয়ামে ২৫ হাজার মানুষের সমাবেশ আমরা বাতিল করেছি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে। তবে স্টেডিয়ামে রাত ৮টায় এবং ৪১ ওয়ার্ডে আতশবাজি পোড়ানো হবে। ফায়ার শো হবে। সেইসঙ্গে নগরীর ১৫টি স্থান থেকে ১ হাজার ফানুস উড়ানো হবে।’

শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদনের পর নগরীর দামপাড়ায় সিএমপি কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, অতিরিক্ত কমিশনার আমেনা বেগম ও শ্যামল কান্তি নাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসন, সিএমপিসহ কয়েকটি সরকারি সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হচ্ছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা ‘১০০ তে ১০০’ শিরোনামে বছরব্যাপী একটি ব্যতিক্রমী আয়োজন করেছে। মঙ্গলবার দুপুরে কেক কেটে ব্যতিক্রমী এই আয়োজনের উদ্বোধন করবেন নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘বছরব্যাপী ১০০ আয়োজনের মধ্যে রয়েছে থানার ১০০ স্পটকে সিসিটিভির আওতায় আনা, থানার ১০০টি আবাসিক হোটেলকে শতভাগ অনলাইন রেজিস্টারের আওতায় আনা, ১০০ বিশেষ ‘হ্যালো ওসি’ প্রোগ্রাম করা, ১০০ অপরাধীকে সুপথে ফেরানো, বৃক্ষরোপণ, রক্তদান, চলচ্চিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, ১০০ মেধাবীকে বৃত্তি প্রদান, ১০০ স্কুলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই দেওয়া, রচনা প্রতিযোগিতা, কবিতা পাঠের আসর, বিশেষ প্রার্থনা, বিশেষ স্কুল পুলিশিং, সেবা প্রার্থীদের জন্য বিশেষ আয়োজন।’

নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করে মুজিববর্ষের আনুষ্ঠানিকতা শুরু করেছেন জাতীয় সংসদে হুইপ সামশুল হক চৌধুরী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজের নির্বাচনী এলাকায় মীরসরাইয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি এবং স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নিজ নিজ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মের শতবছরের অনুষ্ঠান শুরু করে। নগরীর কে সি দে রোডে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিষ্টি বিতরণ, দোয়া ও মিলাদের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে। এসব কর্মসূচিতে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ছিলেন।

চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চট্টগ্রামের নেতারা প্রেসক্লাব চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

চট্টগ্রাম নগরীজুড়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চলছে কেক কাটা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার, স্থানীয়ভাবে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজন।

জন্মশতবর্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর