Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে মুজিববর্ষ উদ্বোধন


১৭ মার্চ ২০২০ ১৩:৫৮

চট্টগ্রাম ব্যুরো: জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর (মুজিববর্ষ) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মুজিববর্ষের মোমেন্টাম কাউন্টডাউনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আতশবাজি ফোটানো হয়। এই ক্ষণ আসতেই বঙ্গবন্ধু চত্বরে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে যায়।

বিজ্ঞাপন

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার বলেন, ‘আজ শতাব্দীর এক মাহেন্দ্রক্ষণে আমরা দাড়িয়ে আছি। বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা আজ অত্যন্ত আনন্দিত। বঙ্গবন্ধুর জন্মদিন আগেও এসেছে, পরবর্তীতেও আসবে। তবে আজ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। এটি চিরস্মরণীয় হয়ে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ,বিভিন্ন অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে।

এদিকে, মুজিববর্ষ উদযাপনের আগমুহূর্তে ক্যাম্পাসে প্রতিটি চত্বরে নানা রঙে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যা পুরো ক্যাম্পাসকে রাঙিয়ে তুলেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুজিববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর