Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে করোনায় তৃতীয় মৃত্যু


১৭ মার্চ ২০২০ ১২:২০ | আপডেট: ১৭ মার্চ ২০২০ ১৫:২৩

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। ভারতে এ ভাইরাসে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রোগীদের রাজ্য মহারাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো। এ নিয়ে করোনাভাইরাসের কারণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে। এর আগে কর্ণাটক ও দিল্লিতে দুই জনের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মহারাষ্ট্রের কস্তুরবা হাসপাতালে ৬৪ বছর বয়েসের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই নারীর ছেলেও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ভারতে এ পর্যন্ত ১২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির মহারাষ্ট্র রাজ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ পর্যন্ত ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ওই রাজ্যে।

করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর