Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা নিয়ে কূটনীতিকদের উদ্বেগ, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী


১৬ মার্চ ২০২০ ২০:৩৮ | আপডেট: ১৭ মার্চ ২০২০ ০১:০৯

ঢাকা: বৈশ্বিক মহামারি আকার নেওয়া করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা উদ্বেগ জানালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সবাইকে আশ্বস্ত করেছেন।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত সব বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের ব্রিফিংয়ের সময় তিনি তাদের আশ্বস্ত করেন। বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজন মুজিববর্ষ সম্পর্কে অবহিত করতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ব্রিফিং শেষে মুজিববর্ষ উপলক্ষে কেক কাটা হয়। পাশাপাশি রঙিন বেলুন উড়িয়ে মুজিববর্ষ উদযাপন করা হয়। ইউরোপ, আমেরিকা, ব্রিটেন ও মধ্যপ্রাচ্যসহ সব দেশের কূটনীতিকরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বিশ্বে, বিশেষ করে ইউরোপে করোনাভাইরাস ভয়ংকর রূপ নিলেও বাংলাদেশ শুরু থেকেই এ বিষয়ে সতর্ক ও কঠোর প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে। গত সপ্তাহে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে। এখন পর্যন্ত আট জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিন জন এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

কূটনীতিক ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট সি ডিকসন জানতে চান, রোহিঙ্গা শিবিরে করোনাভাইরাস প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পেও এ বিষয়ে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওইখানে যারা বাইরে থেকে কাজ করতে যাচ্ছে, যাওয়ার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, যেন আক্রান্ত কোনো ব্যক্তি কোনোভাবেই রোহিঙ্গা শিবিরে প্রবেশ করতে না পারে।

বিজ্ঞাপন

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো জানতে চান, করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদি কোনো পদক্ষেপ নিয়েছে কি না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ভাইরাস প্রতিরোধে এরই মধ্যে সরকারের তরফে গণজমায়েত বা সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং এড়িয়ে চলা হচ্ছে। যে কারণে ১৭ মার্চের মুজিববর্ষের সমাবেশ স্থগিত করা হয়েছে। আক্রান্ত দেশগুলোর সঙ্গে আগামী ৩১ মার্চ পর্যন্ত বিমান চলাচল বন্ধ করা হয়েছে। একই সময়ের জন্য সব ধরনের অন অ্যারাইভাল ভিসা ইস্যু বন্ধ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনগণকে করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে এরই মধ্যে বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব স্থানে প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। একাধিক হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। যারা বিদেশ থেকে আসছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। শুধু তাই নয়, বিদেশ ফেরতদের ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকতে বাধ্য করা হচ্ছে। এ জন্য জেলা পর্যায়ে প্রশাসন ও স্থানীয় কর্মীরা কাজ করছেন। এ ছাড়া করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স কাজ করছে।

আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস কূটনীতিকদের উদ্বেগ টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন মুজিববর্ষ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর