Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশেষ অনুমতি’ নিয়ে ইউরোপের ‘শত’ যাত্রী শাহজালালে


১৬ মার্চ ২০২০ ১৯:৩১ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৯:৪৪

ঢাকা: বাংলাদেশ সরকারের ‘বিশেষ অনুমতি’ নিয়ে কাতার থেকে ইউরোপের বিভিন্ন দেশের বেশকিছু যাত্রী এসেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কোনো কোনো সূত্র বলছে, কাতার এয়ারলাইন্সের কিউআর৬৩৪ ফ্লাইটে যাত্রীর সংখ্যা ৯২ থেকে ৯৭। তবে বিমানবন্দর পরিচালক বলছেন, ওই ফ্লাইটে যাত্রীর সংখ্যা তিন শতাধিক। যাত্রীদের মধ্যে কমপক্ষে ৬৮ জন এসেছেন ইতালি থেকে। বাকিরা জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে ওই ফ্লাইট অবতরণ করে বিমানবন্দরে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

শাহরিয়ার সাজ্জাদ বলেন, কাতার থেকে কাতার এয়ারলাইন্সে করে ৯৫ জন নাগরিক এসেছেন। ফ্লাইটটিতে ইতালি, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের হজ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে। তাদের কারও মধ্যে করোনাভাইরাসের উপসর্গ না থাকলে হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হবে।

শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটির অবতরণ করার কথা ছিল বিকেল ৪টা ৪০ মিনিটে। তবে প্রায় দুই ঘণ্টা দেরি করায় ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।

এসব যাত্রীর বিষয়ে জানতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান সারাবাংলাকে বলেন, ফ্লাইটে তিন শতাধিক যাত্রী রয়েছেন। তারা এখনো সবাই নামেননি। সবাই বেরিয়ে এলে চূড়ান্ত সংখ্যা জানা যাবে।

বিমানবন্দরের এই পরিচালক বলেন, ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসব যাত্রীরা কাতার এসেছিলেন। সরকারের বিশেষ অনুমতি নিয়ে সেখান থেকে তারা দেশে এসেছেন। এরপর যদি কোনো যাত্রী অন্য কোনো এয়ারলাইন্সে করে দেশে আসেন, তাদের সেই এয়ারলাইন্সের মাধ্যমেই পুশব্যাক করা হবে।

এর আগে তৌহিদ উল আহসান দুপুরে গণমাধ্যমকে জানান, করোনাভাইরাসের কারণে দুপুর ১২টা থেকে ইউরোপের সব ফ্লাইটের ঢাকায় আসা বন্ধ। তাই কোনো যাত্রী এলে তাদেরকে পুশব্যাক করা হবে।

ইউরোপের যাত্রী ইতালি থেকে আসা যাত্রী কাতার এয়ারওয়েজ টপ নিউজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর