চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ দিন ছুটি ঘোষণা
১৬ মার্চ ২০২০ ১৭:৫৫ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৮:৫২
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২৩ দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসও বন্ধ থাকবে।
সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী চবিতে ছুটি শুরু হবে বুধবার (১৮ মার্চ) থেকে। ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বলবৎ থাকবে।
এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মঙ্গলবারও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
প্রক্টর মনিরুল বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস,পরীক্ষা স্থগিত ও হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুর ২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। আগামী ২৯ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ হলে থাকতে পারবেন না।’
এছাড়া বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও তিনি জানিয়েছেন।