Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ি থেকেই করোনা নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর


১৬ মার্চ ২০২০ ১৫:৩১ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৭:৪৭

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.মীরজাদি সেব্রিনা ফ্লোরা। ফাইল ফটো।

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, এখন থেকে কারও আইইডিসিআরে এসে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষার দরকার নেই। আমাদের হটলাইনে ফোন দিলে আমরা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করব।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালীতে আইইডিসিআর’র নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক।

বিজ্ঞাপন

অধ্যাপক ফ্লোরা বলেন, ‘আমাদের এখানে ১৭টি হটলাইন রয়েছে। সেখানে ফোন দিলে আমরা বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করব। আমাদের হটলাইনে যারা কল রিসিভ করছে তারা সবাই ডাক্তার। তারা বুঝতে পারবে নমুনা নেওয়ার প্রয়োজন আছে কি না। যদি দরকার পরে আমরা সেখানে লোক পাঠাবো।’

তিনি বলেন, ‘সচেতনতার জন্য অত্যাবশ্যক না হলে সমাবেশ বন্ধ রাখতে হবে। করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণের অংশগ্রহণ ছাড়া করোনা প্রতিরোধ করা সম্ভব নয়।’

যেসব এলাকায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে সেসব এলাকায় জামাতে না গিয়ে বাসায় নামাজ পড়ার অনুরোধ জানান তিনি।

আইইডিসিআর করোনা নমুনা সংগ্রহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর