Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা


১৬ মার্চ ২০২০ ১৪:৩১ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৪:৩২

ফাইল ছবি

রাবি: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্লাস-পরীক্ষার পাশাপাশি আবাসিক হলগুলোও এসময় বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে এক জরুরি সভা শেষে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকার বিষয়ে জানতে চাইলে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘সব ধরনের ক্লাস, পরীক্ষা ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তাৎক্ষণিক জানিয়ে দেওয়া হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০ দিন বন্ধ ঘোষণা

এদিকে, হল বন্ধ থাকার বিষয়ে শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আরিফুর রহমান জানান, আগামী ১৮ মার্চ থেকে হলসমূহও বন্ধ হবে। শিক্ষার্থীদেরকে ওই দিন বিকেল ৪ টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্লাস পরীক্ষা এবং হল বন্ধ থাকলেও অফিস খোলা থাকবে বলে জানান তিনি।

করোনাভাইরাস বন্ধ ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর