Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ উপলক্ষে তৈরি হতো নকল প্রসাধনী, একজনকে জেল-জরিমানা


১৬ মার্চ ২০২০ ১৪:০৩

ফাইল ছবি

ঢাকা: পুরান ঢাকার দেবীদাস ঘাটের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিকস পেয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদদলত। নকল কসমেটিকস উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে উৎপাদনকারীকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব।

রোববার (১৪ মার্চ) দিবাগত মধ্যরাতে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল দেবীদাস ঘাট এলাকায় একটি বাসায় নকল প্রসাধনী তৈরির কারখানা বানিয়ে পণ্য তৈরি করছে। আমরা সেখানে বিপুল পরিমাণ নকল ক্রিম ও লোশন তৈরির কাঁচামাল পেয়েছি।’

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওই কারখানায় পাকিস্তান ও ভারতের বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি রঙ ফর্সাকারী নকল ক্রিম ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মেহেদীও তৈরি করা হচ্ছিল। এছাড়া ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলীর নতুন যে ক্রিম বের হয়েছে সেটিও নকল করা হয়েছে। আগামী ঈদকে সামনে রেখে এসব পণ্য ঢাকাসহ সারাদেশে বাজারজাত করার পরিকল্পনা ছিল।

নকল পণ্য তৈরির অভিযোগে হাসান মাহমুদ সুমন নামে একজনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একজন পলাতক রয়েছে বলেও জানান ম্যাজিস্ট্রেট। তিনি আরও বলেন, ‘এসব নকল কসমেটিকস ব্যবহার করলে ত্বকে নানা ধরণের সমস্যার সৃষ্টি হয়। দীর্ঘ মেয়াদী চর্মরোগ হতে পারে।’

ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা ও র‌্যাব-১০ অভিযানে সহায়তা করে।

কসমেটিকস নকল প্রসাধনী পুরান ঢাকা র‌্যাবের অভিযান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর