ঢাকা বিশ্ববিদ্যালয় ১০ দিন বন্ধ ঘোষণা
১৬ মার্চ ২০২০ ১২:৩৪ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৪:০৮
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ১০ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ বন্ধ থাকবে।
শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
উপাচার্য বলেন, উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা যেন ক্ষতির সম্মুখীন না হয়, তার জন্য যে সময়টুকু ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে, সে সময়টুকু আমাদের গ্রীষ্মকালীন ছুটির সময়টাতে সমন্বয় করে পুষিয়ে দেওয়া হবে।’