শিশু তুহিন হত্যায় বাবা ও চাচার মৃত্যুদণ্ড
১৬ মার্চ ২০২০ ১২:০১
সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিন হাসান (৬) হত্যা মামলায় তার বাবা ও চাচার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। সোমবার সকাল পৌনে ১১টায় সুনামগঞ্জের জেলা দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় দেন।
দণ্ডিতরা হলেন– তুহিনের বাবা আবদুল বাছির (৪০), চাচা নাসির উদ্দিন (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। শিশু তুহিন হত্যায় এ পর্যন্ত তিনজনকে দণ্ড দেওয়া হলো। এর আগে গত ১০ মার্চ তুহিনের কিশোর চাচাতো ভাইকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। তুহিনের চাচাতো ভাই কিশোর হওয়ায় তার বিচার শিশু আদালতে হয়।
এ ছাড়া অপরাধ প্রমাণ না হওয়ায় তুহিনের অপর চাচা আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলীকে (৬০) বেকসুর খালাস দিয়েছেন আদালত।
শিশু তুহিন হত্যার ঘটনায় তার মা মনিরা বেগম মামলাটি করেছিলেন। মামলায় তুহিনের বাবাসহ পাঁচজনকে আসামি করা হয়।
২০১৯ সালের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে রোমহর্ষক এ হত্যাকাণ্ড ঘটে। সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান কাটা ছিল। পেটে দুটি ছুরি বিদ্ধ ছিল।
হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণসহ তাদের বিরুদ্ধে আদালতে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর বাবাসহ পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়।