Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার শহীদুল্লাহ’র মৃত্যু


১৬ মার্চ ২০২০ ১০:২২ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ১২:৫৯

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় নীলফামারীর ডিমলা থেকে গ্রেফতার হওয়া মো. শহীদুল্লাহ সরকারের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার  মৃত্যু হয়।

রোববার দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে, কারা কর্তৃপক্ষ তাকে ঢামেক হাসপাতালে পাঠায়। রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সে সময় তার সঙ্গে আসা কারারক্ষী মো. আসাদ তার পরিচয়, অসুস্থতা ও মৃত্যুর তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেন।

এর আগে, আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ২০১৭ সালের ২০ নভেম্বর দায়ের এক মামলায়, গত বছরের ১ জুলাই রাতে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের উকিলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই উপজেলার মৃত কছিম উদ্দিনের ছেলে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মৃত্যু মো. শহীদুল্লাহ সরকার