Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা পার্টির হাতে নারীর মৃত্যু, আসামি নিহত ‘বন্দুকযুদ্ধে’


১৬ মার্চ ২০২০ ০৯:৩০ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ১২:৪৫

ঢাকা:  রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইকারী চক্রের আক্রমণে গত ২৯ ফেব্রুয়ারি ভোরে রিকশা থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তারিনা বেগম লিপা। ওই ঘটনায় জড়িত ছিনতাইকারী মনা রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে । রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সাদেকুল ইলসাম সারাবাংলাকে জানান, খবর পেয়ে খিলগাঁও নাগদারপাড় ব্রীজের পাশে একটি ফাঁকা জায়গায় গিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে, মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এদিকে, ডিবি পুলিশ জানিয়েছে রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইয়ের সময় নারী হত্যার ঘটনায় জড়িত চারজনকে শনিবার (১৪ মার্চ) গ্রেফতার করা সম্ভব হলেও, পলাতক ছিলেন মনা। মনার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় তারা অভিযান চালায়। অভিযানের সময় ছিনতাইকারী দল ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ওই ছিনতাইকারী মনার মৃত্যু হয়।

আরও পড়ুন – ছিনতাইকারীর হাতে নারী হত্যা: চার আসামি রিমান্ডে

আরও পড়ুন – ‘ভোরের যাত্রীদের টার্গেট করত ছিনতাইকারী চক্র’

টপ নিউজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বন্দুকযুদ্ধ মৃত্যু

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর