যমুনা ব্যাংক ফাউন্ডেশনের স্বাধীনতা দিবসের তাৎপর্য বিষয়ক সেমিনার
১৫ মার্চ ২০২০ ২৩:১৪ | আপডেট: ১৫ মার্চ ২০২০ ২৩:২১
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানী ঢাকায় আইডিইবি ভবনে ‘মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মুর্শারফ হুসাইন, কানুতোষ মজুমদার, মো. ইসমাইল হোসেন সিরাজী, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুর রহমান সরকার ও মো. রফিকুল ইসলাম, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীরা।