Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে পানির টাংকিতে পড়ে ২ শিশুর মৃত্যু


১৫ মার্চ ২০২০ ১৯:২২

গাজীপুর: গাজীপুরের বানিয়ারচালা এলাকায় পানির টাংকিতে ডুবে জান্নাত ও মিলি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু শেরপুর জেলার চকবন্দি গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জান্নাত ও ময়মনসিংহের কামারিয়া গ্রামের মোরশেদ আলীর মেয়ে মিলি আক্তার।

পুলিশ ও স্থানীয়রা জানান, জহিরুল ইসলাম ও মোরশেদ আলীর পরিবার সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আবুল কাসেমের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। রোববার সকালে জান্নাত ও মিলি আক্তার বাড়ি থেকে খেলতে বেরিয়ে যায়। এরপর তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বাড়ি পাশের একটি ঢাকনাবিহীন পাকা পানির টাংকির ভেতর তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর দুই শিশু মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর