Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা আর মর্যাদায় এরশাদের জন্মদিন পালন করবে জাপা


১৫ মার্চ ২০২০ ১৮:১৮

ঢাকা: আগামী ২০মার্চ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মবার্ষিকী। ভালোবাসা, গভীর শ্রদ্ধা আর যথাযথ মর্যাদায় দিবসটি পালন করবে জাতীয় পার্টি। রোববার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মার্চ সকাল থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা দোয়া-মাহফিলে উপস্থিত থাকবেন। দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের নেতারা।

বিজ্ঞাপন

এছাড়া ২০মার্চ বিকেল ৪টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়, কাকরাইল মিলনায়তনে হুসেইন মুহম্মদ এরশাদের জীবনী এবং কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম এবং পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ

পাশাপাশি ২০ মার্চ হুসেইন মুহম্মদ এরশাদের জন্মবার্ষিকীতে প্রতিটি মহানগর, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির প্রতিটি শাখা পর্যায়ে যথাযথ মর্যাদায় জন্মবার্ষিকী পালনে নির্দেশনা দিয়েছেন পার্টি মহাসচিব মসিউর রহমান। তবে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রতিটি কর্মসূচি সীমিত জমায়েতে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এইচ এম এরশাদ জন্মবার্ষিকী ভালোবাসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর