Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপিয়ার ২ সহযোগী ফের রিমান্ডে


১৫ মার্চ ২০২০ ১৭:২৪

ঢাকা: মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানী থেকে গ্রেফতার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার দুই সহযোগীকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৫ মার্চ) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— সাব্বির খন্দকার ও শেখ তাইয়্যিবা নূর।

এর আগে, গত ১১ মার্চ বিমানবন্দর থানার মামলায় তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন আসামি পাপিয়া, তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ এ দুই আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। ওই দিন আদালত পাপিয়া ও তার স্বামীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। বাকি দুই আসামি কারাগারে থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য আজ রোববার দিন নির্ধারণ করে দেন।

এসময় আসামিদের পক্ষে আইনজীবী মীর মো. শাখাওয়াত হোসেনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ ফেব্রুয়ারি এ মামলায় শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ এ দুই আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একদিন আগে ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ আসামিদের আটক করে র‌্যাব।

পাপিয়া পাপিয়ার সহযোগী রিমান্ড শামীমা নূর পাপিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর