Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা কেটে গেলে ‘জনতার মুখোমুখি’ হবেন হুইপ সামশুল


১৫ মার্চ ২০২০ ১৬:৩৩

চট্টগ্রাম ব্যুরো: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নিজের নির্বাচনি এলাকা পটিয়ার প্রতিটি স্কুলে মুজিবকর্নার চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। এছাড়া মুজিববর্ষে নিজের কর্মকাণ্ড নিয়ে জনতার মুখোমুখি হওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কেটে গেলে তিনি ‘জনতার মুখোমুখি’ হবেন বলে জানিয়েছেন।

রোববার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

পটিয়ায় মুজিববর্ষের আয়োজন সম্পর্কে সামশুল জানান, বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ নিয়ে বড় ধরনের পরিকল্পনা করলেও করোনাভাইরাসের সংক্রমণের কারণে কিছুটা সংকুচিত করা হয়েছে। ১৭ মার্চ পটিয়া হাই স্কুল মাঠে ১০ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে মুজিববর্ষের মূল আয়োজন করার কথা থাকলেও এখন তা শিথিল করা হয়েছে।

পুর্নবিন্যস্ত কর্মসূচি অনুযায়ী- ১৭ মার্চ পটিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আতশবাজি উৎক্ষেপনের পর ১০০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করা হবে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সীমিত সংখ্যক শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া পটিয়ার ১৫২টি প্রাথমিক বিদ্যালয়, ৭৫টি স্কুল কলেজে ওইদিন মুজিববর্ষ পালন করা হবে। পটিয়ার ভেল্লাপাড়া থেকে ২২ কিলোমিটার পর্যন্ত সড়ক এলাকা আলোকায়ন করা হবে ৩১ মার্চ পর্যন্ত।

সামশুল জানান, পটিয়ার ১০ হাজার ছাত্র-ছাত্রীকে স্কুলে স্কুলে মুজিববর্ষের উপহার দেওয়া হবে। এছাড়া বঙ্গবন্ধুর জীবনাদর্শ নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে পটিয়ার প্রতিটি স্কুলে মুজিবকর্নার চালু করা হবে। নিজ নিজ এলাকায় রাজনৈতিক নেতা, শিক্ষক, পেশাজীবীরা এসব মুজিবকর্নার উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, ‘মুজিববর্ষে জনতার মুখোমুখি অনুষ্ঠান করার সিদ্ধান্ত আমাদের আছে। করোনা ভাইরাসের প্রভাব কেটে গেলে সেটা আমরা করব। সেখানে ছাত্র, তরুণ-যুবক, পেশাজীবীসহ ৫০ হাজার মানুষের সমাবেশ হবে।’

চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন। এসময় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী ও মাজেদা বেগম শিরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমাও ছিলেন।

নির্বাচনি এলাকা পটিয়া মুজিববর্ষ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর