মহাখালীতে ৯ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
১৫ মার্চ ২০২০ ১৫:৪৯ | আপডেট: ১৫ মার্চ ২০২০ ১৬:৪২
ঢাকা: রাজধানীর মহাখালীর রসুলবাগের নয় তলা একটি ভবনের সপ্তম তলায় আগুন লেগেছে।
রোববার (১৫ মার্চ) বেলা ২টা ৫৫ মিনিটে আগুনের সুত্রপাত হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
সারাবাংলাকে তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রসুলবাগের ওই ভবনটির নাম হাজী শাহাবউদ্দিন কমপ্লেক্স। সেখানে ইউনিভার্সেল নার্সিং কলেজ রয়েছে। তবে আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।