বঙ্গবন্ধুর জন্মদিনে খুলছে না দেশের সবচেয়ে বড় আন্ডারপাস
১৫ মার্চ ২০২০ ১১:৩৬ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৪:৫৮
ঢাকা: আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে দেশের সবচেয়ে বড় এবং দৃষ্টিনন্দন আন্ডারপাস আগামী ১৭ মার্চ খুলছে না। রাজধানীর বিমানবন্দর সড়কের এমইএস মোড়ে নির্মাণাধীন আন্ডারপাসটি বঙ্গবন্ধুর জন্মদিনে উদ্বোধন করার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়েছে।
সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির পরে মুজিবরবর্ষের মধ্যে প্রধানমন্ত্রী আন্ডারপাসে হেঁটে এটির উদ্বোধন করবেন। এখনও আন্ডারপাসের ফিনিশিং কাজ চলমান রয়েছে।
বিমানবন্দর সড়কের এমইএস মোড়ে এ আন্ডারপাস ৪২ মিটার লম্বা। আর সড়ক থেকে ৮ মিটার মাটি তলদেশে সুড়ঙ্গ করে নির্মাণ করা। এটি দেশের একমাত্র প্রতিবন্ধীবান্ধব আন্ডারপাস। সিসিটিভি নজরদারি ও সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রিত আন্ডারপাসের ভেতরে প্যারিসের লুভর মিউজিয়ামের আদলে একটি স্থাপত্য নির্মাণ করা হয়েছে। যেখানে পথচারীরা বসে বিশ্রাম নিতে পারবেন। ভেতরেই এ জায়গাটির নাম দেওয়া হয়েছে ‘সুরসপ্তক।’
আন্ডারপাস ঘুরে দেখা গেছে, সুরসপ্তকের বাইরের কাঠামোতে ভারত থেকে আনা গ্লাস লাগানো হচ্ছে। প্রবেশ ও বহির্গমনের চারটি পথে গ্লাসের ফিটিং কাজ চলছে। তবে বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে কিছু যন্ত্রাংশ এখনও দেশে এসে পৌঁছায়নি। ফলে ‘ফিনিশিং’ কাজ শেষ করতে দেরি হচ্ছে। আরও দেড়মাস লাগতে পারে বলে –আন্ডারপাস নির্মাণ প্রকৌশলীরা জানিয়েছেন।
সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডে জানায়, সড়ক না কেটে পুশ বক্স পদ্ধতিতে নির্মাণ কাজ বাংলাদেশে এটিই প্রথম। মুজিববর্ষে এটি উদ্বোধন হবে।
রাজধানীর বিমানবন্দর সড়কে হোটেল রেডিসন ও এমইএস বাসট্যান্ডের সংযোগ ঘটিয়ে মাটির নিচ দিয়ে গেছে আন্ডারপাস। ভেতের একসারিতে কমপক্ষে ১০ জন হাঁটতে পারবে এমন প্রশস্ততা রয়েছে। ৪২ মিটার লম্বা আর ২৭০ স্কয়ার মিটারের আন্ডারপাসটি উচ্চতায় ১৫ মিটার।
আন্ডারপাসের ভেতরে ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো থাকবে। ওয়াকওয়ে হবে দৃষ্টিনন্দন। থাকবে বিশ্বমানের এস্কলেটর, লিফট এবং র্যাম্প। হুইল চেয়ার বা ট্রলি নিয়ে নামা যাবে এখানে। এতে বৃদ্ধ, প্রতিবন্ধী বা বিশেষ শিশুরা সহজেই আন্ডারপাস ব্যবহার করতে পারবে।
২০১৮ সালের ২৮ জুলাই এখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহতের পর সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। তখনই প্রধানমন্ত্রীর নির্দেশে এর নির্মাণ শুরু করেছিল সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড। তত্ত্বাবধানে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
সওজ-এর ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন জানায়, বিমানবন্দর সড়কের ৬ কিলোমিটারে বিউটিফিকেশন কাজ চলছে। সেটিও মুজিববর্ষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পুরো সড়কের দায়িত্বে সড়ক ও জনপথ থাকলেও আন্ডারপাসের কারা দেখভালের দায়িত্বে থাকবে সেটি চূড়ান্ত হয়নি।
পাশে সেনানিবাস হওয়ায় এখানে সওজ সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করতে পারে। তবে চালুর আগেই বিষয়টি চুড়ান্ত হবে জানান সওজ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
আন্ডারপাস টপ নিউজ প্রধানমন্ত্রী রমিজ উদ্দিন স্কুল শেখ হাসিনা