ঢাবির অর্থনীতি-প্রাণিবিদ্যা বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন
১৪ মার্চ ২০২০ ২৩:১৩ | আপডেট: ১৪ মার্চ ২০২০ ২৩:১৪
ঢাবি: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা না এলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও প্রাণিবিদ্যা বিভাগের চলমান সব ব্যাচ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় অর্থনীতি বিভাগের মাস্টার্স ব্যাচের শ্রেণি প্রতিনিধি মমিনুল ইসলাম ও প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শ্রেণি প্রতিনিধি সারজেস আল সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।
অর্থনীতি বিভাগের মাস্টার্স ব্যাচের শ্রেণি প্রতিনিধি মমিনুল বলেন, ‘আমাদের অধিকাংশ শিক্ষার্থীই হলে থাকে। তা ছাড়া যারা হলের বাইরে থাকেন তাদেরও গণপরিবহন ব্যবহার করে ক্যাম্পাসে আসতে হয়। যা করোনা ভাইরাসের সংক্রমণে সহায়ক। তাই আমরা সব ব্যাচের সর্বমোট ৬৪০জন শিক্ষার্থী মিলে নিজেদের নিরাপত্তার স্বার্থে কাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সবার স্বাক্ষরিত একটি পত্র চেয়ারম্যান স্যারের কাছে পাঠিয়েছি।’
এদিকে প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শ্রেণি প্রতিনিধি সারজেস আলম বলেন, `বিভাগের সব শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে করোনা সংকটকে মাথায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছে৷ যেদিন মনে হবে পরিস্থিতি এখন স্বাভাবিক এবং নিশ্চিন্তে ক্লাসে ফেরার মত সেদিনই আমরা ক্লাসে ফিরবো।’
এদিকে দুই বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা সম্পর্কে অবহিত আছেন জানিয়ে বিভাগ দু’টির চেয়ারপানসন বিষয়টি একান্ত প্রশাসনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে বলে সারাবাংলাকে জানান।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শফিক-উজ-জামান বলেন, ‘কে কী করলো সেটা এখানে দেখার বিষয় নয়৷ ক্লাস-পরীক্ষা চলবে কি না—এগুলো সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এতে ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই।’
প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হুমায়ুন রেজা খানও একই কথা বলেন। তিনি জানান, আমাকে কোনো একব্যাচের শ্রেণি প্রতিনিধি বিষয়টি জানিয়েছে। আসলে এই ধরনের সিদ্ধান্ত কেবল প্রশাসনই নিতে পারে।
অর্থনীতি অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিশ্ববিদ্যালয়