কোয়ারেনটাইন শেষে দিল্লি থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি
১৪ মার্চ ২০২০ ১৮:৪২ | আপডেট: ১৭ মার্চ ২০২০ ০০:০৪
ঢাকা: কোয়ারেটাইন পর্ব শেষে স্বাস্থ্য ছাড়পত্র নিয়ে দিল্লি থেকে দেশে ফিরে এসেছেন ২৩ বাংলাদেশি। গত ২৭ ফেব্রুয়ারি চীনের হুবাই প্রদেশের উহানে থাকা ২৩ বাংলাদেশিকে বিশেষ বিমানযোগে ভারতের নয়াদিল্লিতে কোয়ারেনটাইনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল।
শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৫৬ মিনিটে ২৩ বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে এসেছেন বলে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
‘করোনা আক্রান্ত দেশ থেকে কেউ এলেই বাধ্যতামূলক কোয়ারেনটাইন’
এর আগে, সকাল নয়াদিল্লির স্থানীয় সময় সকাল ১১টা ৫৮ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দর ত্যাগ করে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও ডেপুটি হাইকমিশনার এটিএম রকিবুল হক ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহান থেকে এই ২৩ বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হয়েছিল।