Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ইস্যুতে বাতিল বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র‍্যালি


১৪ মার্চ ২০২০ ১৭:৫৮

ঢাকা: করোনাভাইরাস আতঙ্কে এবার বাতিল করা হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবসের র‍্যালি। ছোট করা হয়েছে সমাবেশও। তবে র‍্যালির বদলে ঢাকা শহরের আটটি রুটসহ সারাদেশে ট্রাক শো অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

শনিবার (১৪ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভোক্তা অধিদফতরের মহাপরিচালক বাবুল কুমার সাহা।

তিনি বলেন, ‘ভোক্তা অধিকার সম্পর্কে জানতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’ এ বিষয়ে গণমাধ্যমের সহায়তাও চান তিনি।

সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, ‘অধিদফতরের ফেসবুক পেইজে বা কোনোভাবে ভোক্তাদের অভিযোগ পেলে তারা অভিযানে যান। তবে শুধু অভিযোগ পেলেই না, তারা সারাবছরই পুরো দেশে অভিযান পরিচালনা করেন। এই বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য পান তারা। লিখিত অভিযোগ করলে উপযুক্ত প্রমাণ থাকলে অধিদফতরে শুনানির আয়োজন করা হয় এবং আরোপিত জরিমানার ২৫ ভাগ পেয়ে যান ভোক্তা।’

তিনি আরও বলেন, ‘দোকানে যাওয়া ছাড়াও ব্যবসায়ীদের সতর্ক করা হয় বিশেষ আলোচনার মাধ্যমে। এই উপলক্ষে প্রতি বুধবার বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চলে। শুধু খুচরা নয়, পাইকারি ও উৎপাদক পর্যায়েও কাজ করেন তারা।’

প্রতি বুধবারের কার্যক্রম কতটা ফলপ্রসূ জানতে চাইলে ডিজি বলেন, ‘ইতিবাচক পরিবর্তন ঘটছে। মূল্য তালিকা থাকছে দোকানে দোকানে। সামনে ডিজিটাল মূল্যতালিকা সংযোজনের সম্ভাবনা রয়েছে।’

সাধ্যমত চেষ্টা করেও লোকবল সংকটের কারণে আরও ব্যপকভাবে কর্মসূচি চালাতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘এখন এই অধিদফতরে ২৪০ জন কর্মী আছেন। যার কারণে জেলা বা উপজেলা পর্যায়ে ব্যাপকভাবে কার্যক্রম চালানো যাচ্ছে না।’

বিজ্ঞাপন

লোকবল সংকট সহসাই কাটবে কিনা এই বিষয়ে একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন বলেন, ‘এই বিষয়ে গঠিত সংসদীয় কমিটি ও বাণিজ্য মন্ত্রণালয় সুপারিশ করেছে। তারা দেশব্যাপী ২ হাজার ৩০৫ জন নতুন কর্মী নিয়োগের চাহিদা জানিয়েছেন। কিন্তু বর্তমানে ২০৬ জন নিয়োগ পাবেন যারা জেলা পর্যায়ে কাজ করবেন।’ এরপরে উপজেলা পর্যায়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তবে জেলা ও উপজেলা পর্যায়ে না গেলেও অ্যাপস ও হটলাইন নাম্বারের মাধ্যমে সারাদেশ থেকে অভিযোগ জানানো যাবে বলে জানান বাণিজ্য সচিব।

করোনা ভোক্তা অধিকার র‌্যালি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর