Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেকৃবি ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদককে মারধরের অভিযোগ


১৪ মার্চ ২০২০ ১৭:৫০ | আপডেট: ১৪ মার্চ ২০২০ ১৭:৫৩

শেকৃবি: সিনিয়রের সঙ্গে ‘খারাপ ব্যবহারে’র অভিযোগ শেরেবাংলা কৃষি বিদ্যালয়ের ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদক আলি আহাদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের ৩১৫নং রুমে এ ঘটনা ঘটে।

হল সূত্র জানায়, হলের আসন বণ্টন নিয়ে নেতাকর্মীদের মাঝে কিছুদিন ধরেই অন্তঃকোন্দল চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের অনুসারীসহ সভাপতি মো. শামীম হাসান নবাব সিরাজউদ্দৌলা হলের ২০১ নম্বর রুমে উঠতে গেলে সভাপতির অনুসারীরা বাধা দেয়। এসময় কথা কাটাকাটির জেরে গণশিক্ষা সম্পাদক আলী আহাদের সিট ফেলে দেওয়া হয় এবং শুক্রবার দুপুরে ঘুমন্ত অবস্থায় তাকে মারধর করা হয়।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগী আলী আহাদ বলেন, ‘সারারাত না ঘুমাতে পেরে দুপুরে না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ সভাপতির অনুসারী কয়েকজন আমাকে মারধর শুরু করে। এমনকি হত্যার হুমকিও দিয়েছে তারা। আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’


এ বিষয়ে অভিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক অনিক হাসান দুর্জয় বলেন, ‘সিনিয়র সোহেল রানা বাবুর সঙ্গে বেয়াদবি করেছিল আলী আহাদ। আমরা সিদ্ধান্ত নেই যে সোহেলের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আহাদ হলের বাইরে থাকবে। কিন্তু সে আমাদের কথা না মানায় তার বিছানাপত্র ফেলে দেওয়া হয়। মারধরের বিষয়ে আমি কিছু জানি না।’

শেকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম মাসুদুর রহমান মিঠু বলেন, ‘শুনেছি আলী আহাদ এক সিনিয়রের সঙ্গে বেয়াদবি করেছে। এ জন্য তাকে ওই সিনিয়রের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল। সে তা না মানায় তার বিছানা-পত্র সিনিয়ররা ফেলে দিয়েছে, মারার বিষয়ে আমি কিছু জানি না।’

বিজ্ঞাপন

গণশিক্ষা সম্পাদক ছাত্রলীগ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর