Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা আক্রান্ত তৃতীয় ব্যক্তির প্রথম পরীক্ষার ফলাফল নেগেটিভ’


১৪ মার্চ ২০২০ ১৬:২৮ | আপডেট: ১৫ মার্চ ২০২০ ০১:৪৭

ঢাকা: বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত তিনজনের মধ্যে দুজন আগেই সুস্থ হয়ে উঠেছেন। সর্বশেষ বাকি একজনের নমুনার প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। আরও একবার নমুনা পরীক্ষার পর ফলাফল নেগেটিভ এলে বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী তাকে ছেড়ে দেওয়া হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানী মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সম্মেলন কক্ষে নভেল করোনাভাইরাস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমরা আপনাদেরকে আরও একটা সুখবর বলতে চাই। আমরা ইতোমধ্যেই জানিয়েছিলাম যে তিন জনের মধ্যে দুইজনের আমরা করোনামুক্ত দেখেছি। তৃতীয় যিনি ছিলেন তার প্রথম টেস্টে নেগেটিভ এসেছে গতকাল। এবং সেইক্ষেত্রে ২৪ ঘণ্টা পরে আমরা আরেকটি পরীক্ষা করবো। আরেকটি পরীক্ষা করার পরে যদি নেগেটিভ আসে তাদেরকে তখন আমরা ছেড়ে দিবো। আর এই মুহূর্তে করোনার উপস্থিতি আছে এরকম কোনো মানুষ বাংলাদেশে নেই। সুতরাং আমাদের এখান থেকে আতঙ্কিত হওয়ার বা খুব বেশি চিন্তাগ্রস্থ হওয়ার কিছু নেই।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আশঙ্কায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা মোট ২১১ জনের নমুনা পরীক্ষা করেছি। তবে এদের কারোর মধ্যেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বাংলাদেশে বর্তমানে হাসপাতালে আইসোলেশনে আছেন নয়জন। এছাড়াও আগে থেকে থাকা চারজন এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে আছেন।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর’র হটলাইনে ৩ হাজার ৬৮৫ জন যোগাযোগ করেছেন। এর মধ্যে তিন হাজার ৬০৩ জন যোগাযোগ করেছেন করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ৩১ জন আইইডিসিআরে সরাসরি এসে যোগাযোগ করেছেন।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর উপস্থিত ছিলেন।

আইইডিসিআর কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর