২ ঘণ্টার চেষ্টায় মিরপুর ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে
১৪ মার্চ ২০২০ ১৬:০৫ | আপডেট: ১৪ মার্চ ২০২০ ১৮:৪৪
ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে শনিবার (১৪ মার্চ) দুপুর ১টা ২৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ১০ ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও দুইটি ইউনিট যোগ দেয়। দুই ঘণ্টার চেষ্টায় ৩টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শরিফ উদ্দিন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, আগুনের ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।