Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয় বন্ধের পরিকল্পনা নেই: ঢাবি প্রক্টর


১৪ মার্চ ২০২০ ১৩:৪২ | আপডেট: ১৪ মার্চ ২০২০ ১৬:৪৬

অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা: নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার ব্যাপারে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী।

শনিবার (১৪ মার্চ) তিনি সারাবাংলাকে এ তথ্য জানান।

ঢাবির প্রক্টর বলেন, `সকলেই যেন সুস্থ থাকি দেশবাসীর কাছে সেই দোয়া চাই। সুস্থ থাকার জন্য যে সব সতর্কতা, সেগুলো আমরা বাড়িয়েছি। উপাচার্য, হল কর্তৃপক্ষসহ আমরা সংশ্লিষ্ট যারা আছি, তারা সার্বিকভাবে ছাত্রদের পাশে আছি।’

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে বিশ্বের অনেক দেশে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রসঙ্গে প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘অনেক দেশে স্কুল-কলেজ বন্ধ করেছে। সেই দেশগুলোর চিত্র ও আমাদের দেশের চিত্র এক নয়। অতটা খারাপ পরিস্থিতি এখনও হয়নি।’

বিশ্ববিদ্যালয়ে স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল ছাড়া বাকি ১৮টি হলেই গণরুম রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হলেও গণরুমের বাস্তবতায় আদৌ তা সম্ভব হয় না। গণরুমগুলোতে সংক্রমণের ঝুঁকি বিষয়ে তিনি বলেন, `গণরুম আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা। আমরা পদক্ষেপ নিয়েছি যেন গণরুমে নতুন কেউ প্রবেশ করতে না পারে।’

করোনাভাইরাস করোনার ঝুঁকি গোলাম রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি ঢাবি প্রক্টর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর