Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দর সংলগ্ন কাউলার জঙ্গলে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ


১৪ মার্চ ২০২০ ১০:৩৮

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাউলা এলাকার একটি জঙ্গলের ঝোপঝাড়ের ভেতর ১৪ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ মার্চ) ভোরে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ভোরে ওই কিশোরীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অসুস্থ কিশোরীটিকে হাসপাতালে নিয়ে আসে এক কিশোর। সে সাংবাদিকদের জানায়, ওই কিশোরীসহ তারা বিমানবন্দর রেলস্টেশনেই থাকে। রাত আড়াইটার দিকে স্থানীয় রাজুসহ তিনজন কিশোরীটিকে ডেকে কাউলার একটি ঝোপঝাড়ের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পরে সেসহ অন্যরা কিশোরীটিকে উদ্ধার করে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে জানতে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এরকম একটি সংবাদ তারা পেয়েছেন। বিষয়টির বিস্তারিত জানতে তারা কাজ শুরু করেছেন।

গণধর্ষণের অভিযোগ ঝোপঝাড় টপ নিউজ বিমানবন্দর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর