Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতির আক্রমনে প্রাণ গেল ২ বছরের শিশুর


১৪ মার্চ ২০২০ ১০:১৮

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড় থেকে নেমে আবারও লোকালয়ে ঢুকে পড়েছে হাতি। আর এই হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের মধ্যম করলডেঙ্গা গ্রামের বড়টিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মো. আকিব (২)। সে ওই গ্রামের শামশুল আলমের ছেলে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী সারাবাংলাকে জানান, আকিবকে নিয়ে তার বাবা-মা বাড়ির পাশে ওরশ থেকে ফিরছিল। রাস্তায় তারা একটি হাতির আক্রমণের মুখে পড়ে। এতে ঘটনাস্থলেই আকিবের মৃত্যু হয়। তার বাবাও আহত হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছে, করলডেঙ্গা পাহাড় থেকে গত (শুক্রবার) রাতে হাতিটি লোকালয়ে এসেছে। সেটি এ মুহূর্তে করলডেঙ্গায় বু’আলী কালান্দর শাহ মাজারের পাশে লুধি সিকদার পাড়ায় অবস্থান করছে।

তবে একসঙ্গে কয়েকটি হাতি লোকালয়ে এলেও এই হাতিটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্যগুলো আবারও পাহাড়ে ফিরে গেছে বলে ধারণা স্থানীয়দের।

টপ নিউজ পাহাড় থেকে নেমে আসা হাতি লোকালয়ে হাতি শিশুর মৃত্যু হাতির আক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর