Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ এপ্রিল পর্যন্ত ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করেছে নেপাল


১৪ মার্চ ২০২০ ০২:১৫

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রকোপ বেড়ে যাওয়ায়, ৩০ এপ্রিল পর্যন্ত ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করেছে নেপালের সরকারি কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ মার্চ) নেপাল সরকার এই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছে। খবর এএনআই।

নেপালের ইমিগ্রেশন বিভাগের মুখপাত্র চন্দ্র তিওয়ারি বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, শনিবার (১৪ মার্চ) থেকে ওই সরকারি জরুরি নির্দেশনা কার্যকর হবে।

বিজ্ঞাপন

এছাড়াও, কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণার পর নেপালের পর্যটন বিভাগের পক্ষ থেকে নেপালে ভ্রমণের ব্যাপারে ১০ নির্দেশনা জারি করা হয়েছে। ওই নির্দেশনার মাধ্যমে নেপালে ২০২০ সালের গ্রীষ্মে অনুষ্ঠিতব্য সকল পর্বতারোহন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপ প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকে কোভিড-১৯ রোগ মোকাবিলায় এ সব জরুরি সিদ্ধান্তে পৌঁছেছে নেপাল।

এর আগে, করোনাভাইরাসে বহুল আক্রান্ত ৮ দেশ ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স, জার্মানি ও স্পেনের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করেছিল দেশটি।

অন অ্যারাইভাল ভিসা টপ নিউজ নেপাল স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর