Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭০ হাজার ইয়াবাসহ কক্সবাজারে আটক ৪


১৪ মার্চ ২০২০ ০১:৫৭

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  এ সময় পালিয়ে যায় আরও ৪ থেকে ৫জন।

আটককৃতরা হলেন, কাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মোঃ মেসবাহ উদ্দিন(২৭), আবুল কালামের ছেলে মিজানুর রহমান (২৩), মৃত শহর মুল্লুকের ছেলে মোঃ ইমান হোসেন (২৫) ও পাশ্ববর্তী নয়াপাড়ার আব্দুর রশিদের ছেলে মোঃ মোস্তাফা কামাল(২৪)।

অভিযান পরিচালনাকারি কক্সবাজার ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ জানান, গোপন সূত্রের ভিত্তিতে চলা এই অভিযানে ইয়াবাসহ ৪ জনকে আটক করতে সক্ষম হলেও শাহাবুদ্দিন, মো: আলী ও মো: নুর সহ ৪-৫ জন পালিয়ে যায়।  তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

৭০ হাজার আটক ৪ ইয়াবা কক্সবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর