Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি জমি দখল, পাকিস্তানি মিডিয়া মোঘল গ্রেফতার


১৪ মার্চ ২০২০ ০১:২০

মীর শাকিলুর রহমান। ছবি-জং মিডিয়া গ্রুপ

দশ বছর আগে অবৈধভাবে সরকারি জমি দখলের দায়ে পাকিস্তানি মিডিয়া মোঘল মীর শাকিলুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রিমান্ডে পাঠনো হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। খবর বিবিসি।

মীর শাকিলুর রহমান জং গ্রুপের এডিটর ইন চিফের দায়িত্বে আছেন। এই গ্রুপের অধীনে পকিস্তানে জনপ্রিয় কিছু দৈনিক পত্রিকা ও জিও টেলিভিশন নেটওয়ার্ক রয়েছে।

এদিকে, তার এই গ্রেফতারের বিষয়টিকে পাকিস্তানে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব এবং বিরোধী রাজনৈতিক মতামত দমনের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের শীর্ষ সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে লাহোরের কিছু প্লট ক্রয়সংক্রান্ত জটিলতায় তাকে গ্রেফতার করার পেছনে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি অভিযোগপত্রকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। ওই অভিযোগে বলা হয়েছে, তৎকালীন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নওয়াজ শরীফ মীর শাকিলুর রহমানকে প্রচুর পরিমাণ সরকারি জমি দখলে সাহায্য করেছিলেন। এনএবি’র একজন কর্মকর্তার বরাতে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডোন জানিয়েছে, মীর শাকিলুর রহমানের নামে ৪ একর জমি বরাদ্দ থাকলেও, তিনি লাহোর ডেভেলপমেন্ট অথোরিটির আওতায় থাকা ১৩ একর জমি ভোগদখল করেছেন। যা অবৈধ এবং রাজনৈতিক সুবিধা হিসেবে তিনি পেয়েছেন।

এ ব্যাপারে আদালতে উপস্থিত হয়ে মীর শাকিলুর রহমান জানিয়েছেন, তিনি ব্যক্তিগত মালিকানা থেকে ওই জমি কিনেছিলেন। জমির খাজনা, আয়কর পরিশোধের কাগজপত্রও তার কাছে রয়েছে। আর এরকম একটি সিভিল মামলা কিভাবে এনএবি তাদের এখতিয়ারে নিলো, সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

তবে, সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, এক্ষেত্রে এনএবি সৎভাবে দায়িত্বপালন করেছে মাত্র। কারণ, সরকার থেকে বিরোধী মতামত দমনের উদেশ্যে তাদের কাছে তালিকা পাঠানো হয়। তারা তালিকা ধরে ধরে বিশিষ্ট নাগরিকদের হেনস্থা করে। এক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

গ্রেফতার জং গ্রুপ জিও টেলিভিশন মীর শাকিলুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর