Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় প্রাইভেটকার চাপায় ১১ ভেড়া ও ‍৩ ছাগলের মৃত্যু


১৩ মার্চ ২০২০ ২৩:১৭

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার প্রাইভেটকার চাপায় ১১টি ভেড়া ও ৩টি ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন খামার গবাদি পশুগুলোর মালিক সোনা মিয়া। শুক্রবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের হাজরাহাটি মোড়ে এই দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৯-২৪৫৩) চুয়াডাঙ্গা আসছিল। হাজরাহাটি মোড়ে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একদল ভেড়া-ছাগলের ওপর উঠে যায়। এতে ১১টি ভেড়া ও ৩টি ছাগল ঘটনাস্থলেই মারা যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় হাজরাহাটি গ্রামের শুকুর আলীর ছেলেও সোনা মিয়াও আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে গেছে বলেও জানান স্থানীয়রা।

ছাগলের মৃত্যু ভেড়ার মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর