Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা নিয়ে আতঙ্ক ছড়ানোর দায়ে প্রকৌশলী গ্রেফতার


১৩ মার্চ ২০২০ ২২:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার গুজব ছড়ানোর অভিযোগে এক প্রকৌশলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় বোয়ালখালী থানা পুলিশ এ বি এম রেজা নামে ওই প্রকৌশলীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার রেজা বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি সাতকানিয়া পৌরসভায় অতিরিক্ত উপপ্রকৌশলী।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, রেজা ফেসবুকে নিজের টাইমলাইনে ‘চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত’ বলে স্ট্যাটাস দেন। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনুসন্ধানে নামে পুলিশ। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলা সদর থেকে এ বি এম রেজাকে গ্রেফতার করে পুলিশ।

দেশে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর দায়ে এই প্রথম কাউকে গ্রেফতার করা হলো। রেজার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা ফারুকী জানিয়েছেন।

অতিরিক্ত উপপ্রকৌশলী করোনা নিয়ে গুজব করোনাভাইরাস টপ নিউজ প্রকৌশলী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর