Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রলিচাপায় বৃদ্ধ নিহত


১৩ মার্চ ২০২০ ১৯:০৮

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ট্রলিচাপায় মহররম আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে শহরের ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের ওই স্থানে যাত্রীবাহী বাস ইটবোঝাই একটি ট্রলিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রলি উল্টে গিয়ে তিনজন চাপা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মহররম আলীকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত কাহালু উপজেলার নরপাড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আজিজুর রহমান হাসাপাতালে চিকিৎসাধীন।

ট্রলিচাপা বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর