Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হোন: ফখরুল


১৩ মার্চ ২০২০ ১৪:৪৫

ঢাকা: ‘দেশের গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনতে’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন যে নেত্রী, তাকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি রাখা হয়েছে। কারণ তিনি মুক্ত হলে সরকার অগণতান্ত্রিক কাজগুলো করতে পারবে না।’

ফখরুল বলেন, ‘যে দলটি ৭২ ও ৭৫ সালে ক্ষমতায় থাকাকালে সবগুলো পত্রিকা বন্ধ করে সরকারের নিয়ন্ত্রণে মাত্র চারটি পত্রিকা রেখেছিল। আজকেও সেই দলটি ক্ষমতায় এসে ভিন্নভাবে সংবাদপত্র নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের নির্যাতন করছে।’

ডিইউজের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, এম আব্দুল্লাহ, এম এ আজিজ, কামাল উদ্দিন সবুজ, আব্দুস শহীদ, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, শহিদুল ইসলামসহ অন্যরা।

সভা পরিচালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদ।

খালেদা জিয়া ফখরুল বিএনপি চেয়ারাপারসন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর