Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপিয়া দম্পতির বিরুদ্ধে মামলা করবে দুদক


১৩ মার্চ ২০২০ ১৪:৩৪ | আপডেট: ১৩ মার্চ ২০২০ ১৪:৩৭

ঢাকা: নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরীর নামে-বেনামে অবৈধ সম্পদ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খুব শিগগিরই ওই দম্পতির বিরুদ্ধে মামলা করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদক সূত্র জানিয়েছে, গত মাসের শেষ সপ্তাহে এই দম্পতির বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান কর্মকর্তা হিসেবে ১ মার্চ কমিশনের (দুদক) উপ-পরিচালক শাহীন আরা মমতাজকে নিয়োগ দেওয়া হয়।

এরপর ২ মার্চ এই কর্মকর্তা শামিমা নুর পাপিয়া ওরফে পিউ সম্পর্কে তথ্য জানতে ওয়েস্টিন হোটেলকে চিঠি দেয়। ৮ মার্চ শামিমা নূর পাপিয়া এবং তার স্বামীর অর্থের তথ্য জানতে দেশি-বিদেশি ৫৯টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছেও চিঠি দেয় এই কর্মকর্তা। একইদিন থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এই দম্পতির বাড়ি ও ব্যাংক হিসাবের তথ্য জানতে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে আলাদা চিঠি পাঠানো হয়েছে।

এদিকে ওয়েস্টিন হোটেলকে চিঠি দেওয়ার পর সম্প্রতি হোটেল ওয়েস্টিন পাপিয়ার পরিশোধ করা বিল ভাউচারসহ প্রয়োজনীয় তথ্য জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশনে। যেখানে দেখা যায়, পাঁচ তারকা হোটেলটির বিলাসবহুল ছয়টি কক্ষ ভাড়া নেন পাপিয়া। তিনি থাকতেন ২২০১ নম্বর প্রেসিডেন্টিয়াল স্যুটে। কিন্তু পাঁচ তারকা হোটেলটির চারটি কক্ষ টানা ৪ মাস ৯ দিন নিজের দখলে রাখেন পাপিয়া। গ্রেফতারের দিন পর্যন্ত মোট ১২৯ দিনে পাপিয়া ও তার সঙ্গীদের থাকা, খাওয়া, মদের বিল বাবদ পরিশোধ করেছেন ৩ কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকা।

বিজ্ঞাপন

বিল ভাউচার জমা দেওয়ার পাশাপাশি ক্লোজড সার্কিট ক্যামরার (সিসিটিভি) ফুটেজও জমা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

কিন্তু ভোগ-বিলাসে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করলেও ২০১৯-২০ অর্থবছরের আয়কর বিবরণীতে পাপিয়া বার্ষিক আয় দেখিয়েছেন মাত্র ৩ লাখ টাকা। আর সম্পদ দেখিয়েছেন মাত্র ১৮ লাখ টাকা। যেখানে বিপুল পরিমাণ কর ফাঁকিও দিয়েছে পাপিয়া বলে ধারণা করা হচ্ছে। আর বিপুল পরিমাণ এই অর্থের বৈধ কোনো উৎস পায়নি দুদক।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘পাপিয়া কে— সেটি আমাদের দেখার বিষয় না। তিনি ৩ কোটি টাকা কোথায় পেলেন, আমরা তা খতিয়ে দেখব। তিনি তার টাকার উৎস দেখাতে না পারলে মামলা হবেই। অনুসন্ধান চলছে। সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যদিকে রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়া-মফিজুর দম্পতির বাসায় অভিযানের পর র‌্যাব জানায়, ১টি বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, ২০টি পিস্তলের গুলি, ৫ বোতল দামি বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেকবই, কিছু বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড উদ্ধার করে সংস্থাটি।

র‌্যাব আরও জানায়, পাপিয়া ও তাঁর স্বামীর মালিকানায় ইন্দিরা রোডে দুটি ফ্ল্যাট, নরসিংদীতে দুটি ফ্ল্যাট ও ২ কোটি টাকা দামের দুটি প্লট, তেজগাঁওয়ে এফডিসি ফটকের কাছে গাড়ির শোরুমে ১ কোটি টাকার বিনিয়োগ ও নরসিংদী জেলায় একটি প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকার বিনিয়োগ আছে। অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসা, চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড, জাল নোট সরবরাহ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচারসহ নানা অপরাধের সঙ্গ জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব বলছে, গত ১২ অক্টোবর থেকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন মেয়াদে এই দম্পতি পাঁচ তারকা হোটেলের কয়েকটি বিলাসবহুল কক্ষে অবস্থান করেন। থকন র‌্যাব জানায়, পাপিয়া পরিশোধ করেন ৮১ লাখ ৪২ হাজার টাকা।

প্রসঙ্গত, ২০১০ সালে নরসিংদী শহর ছাত্রলীগের আহ্বায়ক করা হয় পাপিয়াকে। সর্বশেষ ২০১৮ সালে তাকে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক করা হয়।

আরও পড়ুন
পাপিয়ার মামলা তদন্ত করবে র‌্যাব
পাপিয়া দম্পতির তথ্য চেয়ে ৫৯ ব্যাংকে দুদকের চিঠি
পাপিয়াকাণ্ডে আমরা বিব্রত নই: ওবায়দুল কাদের
পাপিয়ার তথ্য জানতে ওয়েস্টিন হোটেলকে দুদকের চিঠি
শুধু পাপিয়া নয়, নেপথ্যে যারা আছেন তারাও নজরদারিতে: কাদের
এমপি হতে চেয়েছিলেন পাপিয়া, খরচ করেছেন ১০ কোটি টাকা
‘পাপিয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে’
পাপিয়ার ‘প্রতারণা’, মুখ খুললেন ‘নির্যাতিত’ ব্যবসায়ী

 

টপ নিউজ দুদক দুর্নীতি দমন কমিশন পাপিয়া দম্পতি মহিলা যুবলীগ